পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিত-বাল্টিস্তানের ডায়ামার জেলায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। রোববার স্থানীয় সময় ভোরে জেলাটির পার্বত্যাঞ্চলীয় বাবুসার পাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে আঞ্চলিক সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফিরাক জানিয়েছেন। – খবর ডন নিউজ
তিনি জানান, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে একাধিক সেনা সদস্যও রয়েছেন। আহতদেরকে স্থানীয় চিলাস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া নিহতদের পরিচয় সনাক্তের কাজ চলছে।
ডায়ামার পুলিশের মুখপাত্র মোহাম্মাদ ওয়াকিল বলেন, দুর্ঘটনার শিকার বাসটি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের। শনিবার রাতে এটি স্কার্দু থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। তবে রোববার ভোরের দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্বতের সঙ্গে ধাক্কা খায়।
তবে ঠিক কি কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলো তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
ডেইলি বাংলাদেশ অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। লিংকটি দেখতে এখানে ক্লিক করুন।


