Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরেক বৃদ্ধা নারীও গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সংবাদ লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বগুড়া বাজার নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ওই বৃদ্ধা নারী শিশুটিকে নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৬-৭ বছর বয়সের মেয়ে শিশুটি মারা যায়। একইসঙ্গে ষাট বছর বয়সী ওই বৃদ্ধা নারীও গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘাতক বাস ও চালক-হেলপারকে চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।