শেরপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত



শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শেরপুর থানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো.গাজিউর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সহযোগীতা ছাড়া পুলিশ প্রশাসনের পক্ষে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। পুলিশ জনতার সেবায় নিয়োজিত, মাদকের প্রশ্নে কোন আপস নেই। মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। যেকোনো মূল্যে আমরা মাদক দমন করব। মাদক নির্মূলে আমরা সফল হবো। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদ তথা মেধাকে বাঁচিয়ে রাখতে হলে মাদককে অবশ্যই নির্মূল করতে হবে। বক্তৃতাকালে তিনি অপরাধীদের তালিকা, তথ্য সংগ্রহ করে পুলিশকে সংবাদ দিতে জনতার প্রতি আহবান জানান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহমান।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কমিউনিটিং পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. তোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব সাইফুল বারি ডাবলু, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাব ইন্সপেক্টার আব্দুল গফুর।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ