ধুনটে শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের কর্মসূচি পালিত

আশরাফুল আলম,ধুনট.

বগুড়ার ধুনট পৌর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর শ্রমিক দলের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও পৌর যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দল নেতা শহিদুল ইসলাম, ধুনট ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সুমন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সহসভাপতি মুঞ্জু মিয়া, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, রুহুল আমীন, আব্দুল মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের কল্যানে কাজ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শ্রমিকদের কল্যানে নানামূখী পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। বর্তমান সরকারের আমলে শ্রমিকরা নির্যাতিত এবং অধিকার বঞ্চিত। এজন্য শ্রমিকদের কল্যানে বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই।
আলোচনা সভা শেষে মে দিবসে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ