Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়ায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২টি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের কাটনারপাড়া করনেশন স্কুলের সামনের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তারের পর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কাটনারপাড়া এলাকার কামরুল হোসেনের ছেলে আরেফিন সৈকত (২৯) ও বগুড়া সদরের চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকার সোহাগ সরকারের স্ত্রী রিমা খাতুন (৩৬)।
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আরেফিন সৈকতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭.৬৫ বোরের দেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে পুলিশ রিমা খাতুনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার বাড়ির দোতলার বালির ভেতরে লুকিয়ে রাখা নাইন এমএম পিস্তল ও খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ বিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ২টি পিস্তলের মধ্যে একটি ৯ এমএম এবং অপরটি ৭.৬৫ বোরের। এর সাথে ৩টি ম্যাগজিন এবং ৪টি গুলি উদ্ধার করা হয়।
প্রতিবেদনটি কালেরকন্ঠ অনলাইন থেকে সংগ্রহ করা। মুল প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক দিন।