হাতীবান্ধায় মে দিবস পালিত

নিউজ ডেস্ক.

লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার দিনভর জাতীয় শ্রমিকলীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয় শ্রমিক পার্টি ও মটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের করেন শ্রমিকলীগ। পরে স্থানীয় অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
জাতীয়তাবাদী শ্রমিক দল স্থানীয় বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন সরকার, বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক।
জাতীয় শ্রমিক পার্টি সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে স্থানীয় আদর্শ স্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম জি মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলন, সাবেক বিআরডিপির চেয়ারম্যান বজলার রহমান প্রমুখ।
সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন স্থানীয় মটর শ্রমিক ইউনিয়ন। এতে নেতৃত্ব দেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সম্পাদক রবিউল ইসলাম।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ