কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক পার্টি, রিক্সা শ্রমিক ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়নসহ ৩০টি শ্রমিক সংগঠনের শ্রমিকরা অংশ নেন। পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল হক সরদার, শ্রমিক নেতা হারুন অর রশিদ লাল, মোনাব্বের হোসেন মিন্টু, কাজিউল ইসলাম, ইমদাদুল হক এমদাদ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসাধারণ সম্পাদক বাবুল মিয়া, শ্রমিক লীগের আহবায়ক অসিম কুমার সরকার, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদার হোসেন বুলু প্রমুখ বক্তব্য দেন।
শ্রমিক মুক্তির আন্দোলনের এইদিনে সকল মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আজও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। তা যেন কোনো মালিকই না করেন।