Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট পৌর এলাকায় চলতি বছর চারটি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এসব পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। সোমবার সকাল ১০টায় পৌর মেয়রের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র এজিএম বাদশাহ্ দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অসাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহনের ঘোষণা দেন।
এজিএম বাদশাহ্ বলেন, প্রতিটি পূজা মন্ডপের জন্য পৌর কাউন্সিলরদের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা পূজা মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য কাজ করবেন।
এছাড়া পূজা মন্ডপ এলাকায় সিসি ক্যামেরা ব্যবহারের পরামর্শ দিয়েছেন মেয়র এজিএম বাদশাহ্।
মতবিনিময় সভায় ধুনট পৌরসভার সচিব শাহিনুর ইসলাম, কাউন্সিলর বাবুল আখতার, আলী আজগর মান্নান, রঞ্জু মল্লিক, নিরঞ্জন কুমার দয়াল, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সরকারপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ সরকার, সাধারণ সম্পাদক পার্থ সেন, ধুনট সদর পূজা উদযাপন কমিটির সভাপতি রনি কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, দাসপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি শিপন চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক বাবু চন্দ্র দাস, চরধুনট পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ হালদার উপস্থিত ছিলেন।
