Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি, জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপনসহ ৮টি আলোচ্য সূচীর উপর আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ভান্ডারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী সিদ্দিকী, অলোয়া মথুরাপুর আমেনা ময়েন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন, খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, কান্তনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
সভায় উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।