ধুনটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

    সোমবার সকাল ১১টায় জাতীয় কন্যা শিশু দিবসের একটি র‌্যালী শহরের প্রধান সড়ক গুলো পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

    কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা এ প্রতিপাদ্যকে সমনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ