ধুনটে ঝড়ে লন্ডভন্ড গাছপালা : ঘরবাড়ি ও ফসলের ক্ষতি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আমিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও সবজি ফসলের ক্ষতি সাধন হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে ধুনট উপজেলায় থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যে সোমবার রাত ৮টায় প্রবল বর্ষন শুরু হয়। তবে মধ্যরাতে শেষ হয়েছে বৃষ্টিপাত। এদিকে চলমান বৃষ্টিপাতে উপজেলার নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। যমুনা, বাঙালী, ইছামতি নদীসহ খাল গুলোতে পানিবৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলের জমিতে পানি জমে থাকায় সবজি জাতীয় ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে সোমবার রাত ১১টায় পৌর এলাকা ও ধুনট সদর ইউনিয়নের চরপাড়া গ্রামে গাছপালা লন্ডভন্ড হয়েছে। কিছু ঘরবাড়ির চাল উড়ে গেছে। গাছের ডাল পরে ভেঙ্গে গেছে অসংখ্য ঘরবাড়ি। এতে অন্তত ৫০টি পরিবারের ঘরবাড়ির ক্ষতি সাধন হয়েছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে জমিতে কৃষকের শীতের সবজি ফসল রয়েছে। বিশেষ করে প্রচুর পরিমানে কৃষক টমেটো চাষ শুরু করেছে। এছাড়া করলা, পোটল, পেঁপেসহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে। বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলের আবাদী জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা স্থায়ী হলে কৃষকের ফসলের ক্ষতি সাধন হবে।

      উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ধুনট বার্তাকে বলেন, বৃষ্টিপাতের হাত থেকে ফসল রক্ষায় এবং বৃষ্টি পরবর্তি সময়ে ফসলের যত্ন নিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। এতে কিছুটা ক্ষতির পরিমান কমে আসবে।

      ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ ধুনট বার্তাকে বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করা হচ্ছে। সরকারি ভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করা হবে।

      উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা ধুনট বার্তাকে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সরকারি সহায়তার জন্য বরাদ্দ চাওয়া হবে।


        অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ