
স্টাফ রিপোর্টার.
বগুড়ার ধুনট উপজেলায় সাপের কামড়ে লুৎফর রহমান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টায় উপজেলার বিলচাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু মিয়া জানান, কৃষক লুৎফর রহমান রবিবার দুপুর ২টায় বাড়ির অদূরে মরিচ ক্ষেতে নিরানির (আগাছা পরিস্কার) কাজ করছিল। এসময় ওই জমিতে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে তার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু চিকিৎসা গ্রহনের আগেই বিকেল ৩টায় লুৎফর মৃত্যুবরন করেন।

