ধুনটের সরকারপাড়ার ঐতিহ্যবাহী বউ মেলা মঙ্গলবার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট পৌর এলাকার সরকারপাড়ার ঐতিহ্যবাহী বউ মেলা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। এ বছর ৬৭তম বউ মেলার আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

    সরকারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক আনন্দ সরকার জানান, ৬৭বছর আগে থেকে সরকারপাড়ার প্রমথনাথ কমল কামিনি দত্ত স্মৃতি পূজা অঙ্গনে দুর্গোৎসবের হয়ে আসছে। ইছামতি নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে অর্ধদিন ব্যাপী একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলাটির অধিকাংশ দর্শনার্থী নারী হওয়ায় এটি বউ মেলা হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এবার ৬৭তম বউ মেলার আয়োজন করেছে কমিটি।

    আনন্দ সরকার জানান, মেলায় ইতিমধ্যে দোকানীরা আসতে শুরু করেছেন। অনেকগুলো দোকান তৈরী হয়েছে। মেলায় শিশুতোষ খেলনা, কসমেটিকস সামগ্রী, মৌসুমী ফল, মিস্টান্ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বসবে। মেলায় সনাতন ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনের সমাগম ঘটে। একারনে মেলার মুল অংশ নির্ধারিত সময়ের জন্য শুধুমাত্র নারী ও শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার মুল অংশ নারী ও শিশুদের জন্য সংরক্ষিত থাকবে। বিকেল ৫টার পর নারী-পুরুষের জন্য উন্মুক্ত থাকবে।

    পূজা কমিটির সভাপতি পার্থ সেন জানান, মেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করে থাকেন। তবে স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদয়ের লোকজনের সমন্বয়ে সাম্প্রদায়িক সৌহার্দ্য কমিটি করা হয়েছে। এ কমিটির লোকজন মেলার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ