গরু চুরির অভিযোগে আসামে ২ মুসলিম যুবককে হত্যা

নিউজ ডেস্ক.

ভারতের বিজেপিশাসিত আসামে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে সন্দেহভাজন দুই মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উন্মত্ত জনতা। রবিবার আসামের নওগাঁ জেলায় আবু হানিফা এবং রিয়াজউদ্দিন আলী নামে নিহত ওই দুই যুবকের বয়স ২০/২২ বছরের মধ্যে।
অজ্ঞাতপরিচয় উন্মত্ত জনতা ওই তরুণদের মারতে মারতে কমপক্ষে দেড় কিলোমিটার রাস্তা নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানেই তারা মারা যায়।
নওগাঁর পুলিশ সুপার দেবরাজ উপাধ্যায় গণমাধ্যমকে বলেন, ওই দু’জনকে লোকজন লাঠি দিয়ে বেদম প্রহার করার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও সেখানেই তারা মারা যায়।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এটি গো-রক্ষকদের বিষয় কী না জানতে চাওয়া হলে সিনিয়র কর্মকর্তা বলেন, নওগাঁতে বেশ কিছু গবাদি পশু চুরির ঘটনা ঘটেছে। আমরা খবর পাই কিছু মানুষ দেখে যে, দু’জন লোক মাঠ থেকে গরু নিয়ে যাচ্ছে এবং তারা গ্রামের আরো লোকজনদের ডেকে নেয়। এ সময় প্রচুরসংখ্যক লোকজন জড়ো হলে তাদের মারাত্মকভাবে পিটুনি দেয়া শুরু হয়। পুলিশ ওই ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং দু’ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তথ্যসূত্র: বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ