ধুনটে জামাতের সাবেক আমীর গ্রেফতার


স্টাফ রিপোর্টার.

বগুড়ার ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলালকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় পাঁচথুপী গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে জানান, ধুনট থানায় ২০১৭সালের ৩০জুন জামাত নেতা রফিকুল ইসলাম দুলালের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়। ওই মামলায় তিনি পালাতক ছিলেক। গ্রেফতারি পরোয়ানামুল মঙ্গলবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ