শ্রমিকদের অধিকার আদায়ে জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন

নিউজ ডেস্ক.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সরকার ক্ষমতায় নেই বলেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
এর আগে র‌্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। র‌্যালিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।
তিনি বলেন, এই সরকার গণবিরোধী, শ্রমিক বিরোধী। তারা জোর করে ক্ষমতায় আছে। তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে জনগণের সরকারের কোন বিকল্প নেই।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ