ধুনটে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট উপজেলায় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আনোয়ার উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের আমির হোসেনের ছেলে।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ধুনট বার্তাকে জানান, আটককৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিপূর্বেও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছিল আনোয়ার হোসেন। সেই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ