ধুনটে আ.লীগ সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল


আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিকের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধুনট বাজারের তুলাপট্টি এলাকায় উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সভাপতি তৌহিদুজ্জামান হিটলারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিয়ামুল হাসান লিমনের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম দুলাল, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সদস্য আব্দুস সালাম, খোকা মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, চিকাশী ইউনিয়ন আ.লীগের সভাপতি আলেফ বাদশা, চৌকিবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি জহরুল ইসলাম বাবু, পৌর আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জু মন্ডল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক, যুবলীগ নেতা জর্সিস, যুব শ্রমিকলীগ নেতা মারুফ হোসেন, রানা, সবুজ, মঞ্জরুল হোসেন প্রমূখ।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ