Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় আব্দুর রাজ্জাক নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার ভোর ৫টায় উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাকের বাড়ির উঠানে ৫বিঘা জমির খড়ের গাদা ছিল। রোববার ভোর ৫টায় কে বা কারা ওই খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। অগ্নিযোগের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ওই ছাত্রলীগ নেতার প্রায় ১০হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খড়ের গাদার প্রায় ৭০ভাগ পুড়ে গেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।