বগুড়ায় ট্রাকচাপায় পুলিশ নিহত

শিবগঞ্জ প্রতিনিধি.

বগুড়ায় ট্রাকচাপায় শাহ আলম (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম ওই তদন্ত কেন্দ্রেরই গাড়িচালক ছিলেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, শাহ আলম রাতের ডিউটি শেষে ভোর ৫টার দিকে গাড়ি রেখে বাসায় যাচ্ছিল। মোকামতলা তিন মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ