Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.
বগুড়া- ৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মো. সিরাজকে সংবর্ধনা দিয়েছে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী একতা পরিষদ।
বুধবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার নিকুঞ্জ- ১ এলাকায় সাংসদের ব্যক্তিগত কার্যালয়ে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় ভান্ডারবাড়ী একতা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মুকুল সংগঠনের পক্ষ থেকে জিএম সিরাজ এমপির হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা প্রদানকালে ভান্ডারবাড়ী একতা পরিষদের সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, পৃষ্ঠপোষক মাসুদুর রহমান, আবু নাঈম, সুমন মাহমুদ, নির্বাহি সদস্য হাফিজুর রহমান, আলী রেজা, রানা মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ভান্ডারবাড়ী একতা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মুকুল ভান্ডারবাড়ী একতা পরিষদ সামাজিক কার্যক্রম পরিচালনায় এবং ভান্ডারবাড়ীসহ ধুনট উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে জিএম সিরাজ এমপির সহযোগিতা কামনা করেন।
এসময় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, আমি দীর্ঘদিন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এই জনপদের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আত্মার আত্মীয়দের জন্য আমৃত্যু কাজ করে যাবো। এসময় তিনি সকলের দোয়া কামনা করেন।