
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
ধুনট উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে অ্যাথলেটিকস্ (ছাত্র-ছাত্রী) দড়ি লাফ, ক্রিকেট (ছাত্র-ছাত্রী, ভলিবল (ছাত্র-ছাত্রী এবং ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র-ছাত্রী)।
বুধবার সকাল ১১টায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ধুনট উপজেলার সভাপতি আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ধুনট উপজেলার সাধারণ সম্পাদক এসএম জিন্নাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেজাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেবে। উপজেলা পর্যায়ে নক আউট পদ্ধতিতে পরিচালিত এ প্রতিযোগিতার সেরা খেলোয়াড়েরা জেলা পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পাবে।

