ধুনটে আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন


আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় ৬৩টি চালকল থেকে সরকারিভাবে আমন ধানের ৯৯০টন চাল সংগ্রহ শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় ধুনট খাদ্যগুদাম প্রাঙ্গণে আমন ধানের চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) সেকেন্দার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, ধুনট প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌ফিকুল আলম, উপ‌জেলা চালকল মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ধুনট খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, গোসাইবাড়ী খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, ‌সাংবা‌দিক মাসুদ রানা, আ‌মিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ