ধুনট থানায় সাংস্কৃতিক সন্ধ্যা


আ‌মিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট থানায় পু‌লিশ সপ্তাহ উপল‌ক্ষ্যে প্রী‌তি‌ভোজ ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থানা চত্ব‌রে উক্ত অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে শু‌ভেচ্ছা বক্তব্য রা‌খেন ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ইসমাইল হো‌সেন।

‘মু‌জিব ব‌র্ষের অঙ্গীকার, পু‌লিশ হ‌বে জনতার’ -এ প্র‌তিপাদ্য নি‌য়ে নি‌য়ে অনুষ্ঠা‌নে পু‌লি‌শের বি‌ভিন্ন সেবার বিষ‌য়ে অব‌হিত ক‌রেন ও‌সি ইসমাইল হো‌সেন।

অনুষ্ঠা‌নে ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা রা‌জিয়া সুলতানা, ধুনট উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তা‌রিক, ভাইস চেয়ারম্যান মহ‌সিন আলম, প‌পি রানী পোদ্দার, উপ‌জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠ‌নিক সম্পাদক শ‌রিফুল ইসলাম খাঁন, এলাঙ্গী ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান এমএ তা‌রেক হেলাল, ধুনট প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌ফিকুল আলম, সাধারণ সম্পাদক আ‌মিনুল ইসলাম শ্রাবণ, সাংবা‌দিক মাসুদ রানা, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম র‌নি, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এরপর অনুষ্ঠা‌নে স্থানীয় ও অ‌তি‌থি শিল্পীরা সঙ্গীত ও নৃত্য প‌রি‌বেশন ক‌রেন।

এরআ‌গে স্থানীয় সরকা‌রি কর্মকর্তা, রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, সাংবা‌দিকবৃন্দসহ গন্যমান্য বৃ‌ক্তি‌দের সৌজ‌ন্যে প্রী‌তি‌ভোজ অনু‌ষ্ঠিত হয়।



অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ