ধুনটে শিক্ষার্থীদের বিদায় বরণ সংবর্ধনা প্রদান


আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য বাহাদুর আলী, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, শিক্ষার্থী সুমাইয়া নুর ও আয়েশা তারেক জিতু।

পরে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-বরণ সংবর্ধনা প্রদান করা হয়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ