নন্দীগ্রামে কালবৈশাখীতে ফসলের ক্ষতি: বিদ্যুৎ বিচ্ছন্ন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ঝড়ে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতি হয়েছে পাকা ধানসহ বিভিন্ন ফসলের। তবে কৃষি বিভাগ দুই সপ্তাহ আগে থেকেই উপজেলায় ৮০ থেকে ৯০ শতাংশ পেকে যাওয়া ধান কৃষকদের কাটতে মাইকিং করা হয়েছিল।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড় প্রায় আধাঘন্টা স্থায়ী ছিল। তবে থেমে থেমে বজ্রপাত ও বৃষ্টি হয়। ওই ঝড়েই উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে। উপজেলার মহাসড়ক ও গ্রামীণ সড়কের ওপর গাছ-পালা ভেঙ্গে পড়ে।
অনেক স্থানে বিদ্যুতের তারে গাছের ডাল ভেঙ্গে পড়ে। পরদিন সোমবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ আসে। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মুহা: মশিদুল হক বলেন, ঝড়ে পাকা ধানের ক্ষতি হতে পারে। তবে কাচা ধানের ক্ষতির সম্ভবনা নেই। এছাড়া কৃষকদের ৮০ থেকে ৯০ শতাংশ পেকে যাওয়া ধান কাটতে মাইকিং করা হয়েছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ