ধুন‌টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্র‌তি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আ‌মিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট উপ‌জেলার চৌকিবাড়ী ইউনিয়ন পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্র‌তি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার দিনব্যাপী বিশ্বহ‌রিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয় মা‌ঠে উক্ত প্র‌তি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়।প্র‌তি‌যো‌গিতায় ৪৮টি ই‌ভে‌ন্টে ১৭টি বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা অংশ নেন। প‌রে বি‌কে‌লে প্র‌তি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ ক‌রেন প্রধান অ‌তি‌থি সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান।

    সহকারী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার রঞ্জন কুমা‌রের সভাপ‌তি‌ত্বে পুরস্কার বিতরণ অনু‌ষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া জেলা প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান নাজনীল নাহার, শেরপুর উপ‌জেলা প‌রিষ‌দের ম‌হিলা ভাইস চেয়ারম্যান খা‌দিজা খাতুন, ধুনট উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার ফের‌দৌসী বেগম, উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসার শ‌ফিউল আলম, চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার আলী ভুট্রো, উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠ‌নিক সম্পাদক র‌বিউল আওয়াল, ভি‌পি ছাইফুল ইসলাম, বিশ্বহরিহাছা-বহালগাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি জা‌হিদ হাসান বিপ্লব, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক হেদা‌য়েতুল ইসলাম গামা, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকার প্রমুখ নেতৃবৃন্দ।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ