ধুনটে ‌সে‌লিম আল দীনের প্রয়াণ দিবস পা‌লিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আমিনুল ইসলাম শ্রাবণ.

    বগুড়ার ধুনট থিয়েটারের আয়োজনে নাট্যাচার্য ও গবেষক সে‌লিম আল দীনের প্রয়াণ দিবস পা‌লিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে সে‌লিম আল দীনর স্মরণে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।

    ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হকের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ রেজাউল ক‌রিম, সাংস্কৃ‌তিক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক আ‌তিকুল ইসলাম রতন, সদস্য আবুল কালাম আজাদ ও ফজলে রাব্বী।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ