ধুনটে জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের ‘স্কুল পার্টি’ অনুষ্ঠিত


আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলা সদরের জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ‘স্কুল পার্টি’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে নাচ-গান, আবৃতি, কৌতুকসহ বিনোদনমুলক বিভিন্ন ইভেন্টের মধ্যদিয়ে উৎসবমুখর হয়ে ওঠে স্কুল পার্টি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, জিমকলের নির্বাহি পরিচালক এনামুল হক, পরিচালক অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা ও অধ্যক্ষ আমিনূল ইসলাম।

এসময় জিমকলের অন্যান্য পরিচালকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ