ধুনটের মথুরাপুর ইউনিয়ন যুবলীগের কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার


আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকারের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। একই সঙ্গে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের কার্যক্রম পরিচালনায় আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এছাড়া সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হলো।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ