ধুনটে গাঁজাসহ ইউপি সদস্য আটক

তারিকুল ইসলাম.

বগুড়ার ধুনটে উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ সরোয়ার হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হওয়া সরোয়ার উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। শনিবার দুপুরের দিকে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, ইউপি সদস্য সরোয়ার হোসেনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে এর আগেও ২টি মাদক মামলা রয়েছে। সেসব মামলায় তিনি জামিনে মুক্ত রয়েছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নিজ বাড়ি রামনগর থেকে তাঁকে আটক করে পুলিশ। এসময় তাঁর দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, মাদকসহ গ্রেপ্তার ইউপি সদস্যস্যের বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ