ধুনটে শোক দিবসে আ.লীগের একাংশের আলোচনা সভা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    আবু সুফিয়ান.

    বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ এ দোয়া মাহফিলের আয়োজন করে।

    ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বজলুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আফছার আলী, শ্রম বিষয়ক সম্পাতক জয়নাল আবেদীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলাল,কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা যুবলীগের সভাপতি বনি আমিন মিন্টু, সহসভাপতি প্রভাষক আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।

    অনুষ্ঠানে ধুনট উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ