ধুনটে এবার নদী তীর গিলছে যমুনা !

আমিনুল ইসলাম শ্রাবণ.

চলতি মাসের প্রথম সপ্তাহে দু’দফায় ধসে গেছে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান স্পার। ৫০মিটার এলাকা জুড়ে ধসে স্পারটির মাটির অংশ থেকে কংক্রিটের অংশ দ্বি-খন্ডিত হয়ে যায়। এবার নদীর তীর গিলতে শুরু করেছে যমুনা। শনিবার মধ্যরাত থেকে ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় ভয়াবহ ধ্বস দেখা দিয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর তথ্যমতে ধুনট উপজেলায় প্রতি বছর দফায় দফায় যমুনা নদী ভাঙনের শিকার হয়। এতে যমুনা তীরের আবাদী জমি, জনবসতি ও বিভিন্ন স্থাপনা বিলীন হতে থাকে। একারণে পানি উন্নয়ন বোর্ড ২০১৬সালে ২২কোটি টাকা ব্যয়ে পুকুরিয়া এলাকায় ৬০০মিটার এলাকায় ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করে। নদীর তীর জিও চট ও সিসি ব্লকের মাধ্যমে মুড়িয়ে দেওয়া হয়। এতে নদী ভাঙন থেকে রক্ষা পায় ওই এলাকা।  

গত কয়েকদিন ধরে যমুনার পানির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তীর সংরক্ষণ প্রকল্প এলাকা। শনিবার মধ্যরাত থেকে সেখানে ধস শুরু হয়। অব্যাহত ধসের ফলে সোমবার দুপুর পর্যন্ত দুই স্থানে প্রায় শত মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে নদীর তীরবর্তি এলাকার জনবসতি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ফলে ভাঙন জনপদের মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল ধুনট বার্তাকে বলেন, শনিবার মধ্যরাত থেকে প্রকল্প এলাকায় ধস শুরু হয়েছে। সেখানে দ্রুত মেরামত না করলে পুরো এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগী প্রকৌশলী হুমায়ুন কবির ধুনট বার্তাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকল্প এলাকার ভাঙন স্থান মেরামতের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই এক দিনের মধ্যে মেরামত কাজ শুরু করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ