Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

তারিকুল ইসলাম.
বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্ট’ দুটি ঘটনাই একসূত্রে গাঁথা। এটি নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধী চক্র সরাসরি জড়িত। তাই এসব ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচন করা এবং তাদের বিচার সম্পন্ন করা এখন সময়ের দাবি।
এমপি হাবিবর রহমান আরও বলেন, বঙ্গবন্ধু পৃথিবীতে একমাত্র নেতা, যিনি তাঁর জীবদ্দশায় একাধারে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতাযুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।
শনিবার বিকেলে বগুড়ার ধুনট শহরের মুজিব চত্বরে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তৃতাকালে এমপি হাবিবর রহমান উপরোক্ত কথা গুলো বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও নিহত শহীদদের স্মরণে ধুনট উপজেলা আওয়ামী লীগ ওই সভার আয়োজন করেন। উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যত স্মরণ সভাটি একটি সমাবেশে পরিণত হয়। ওই সমাবেশে এমপি হাবিবর রহমান সভাপতিত্ব করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আমানুল্লাহ খান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম তালুকদার, শফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, দফতর সম্পাদক আফসার আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোদা বক্স তালুকদার, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, মোজাফ্ফর রহমান, এমএ তারেক হেলাল, আব্দুল হান্নান নান্টু, রকিবুল হাসান বিদ্যুৎ, আরিফুল ইসলাম, শামীম ইসলাম, আনিছুর রহমান, জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, গোলাম ওহাব, বগুড়া জেলা পরিষেদ সদস্য এএফএম ফজলুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি প্রভাষক আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
সমাবেশের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ২১ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
