নারী ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের প্রথম বই


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    রাজধানীর অভিজাত সামাজিক ক্লাব ঢাকা ক্লাব। আজ রোববার দুপুরে ঢাকা ক্লাবে সাবেক ক্রিকেটার ও সংগঠক মনোয়ার আনিস খান মিনুর নারী ক্রিকেটারদের পথচলা নিয়ে গ্রন্থ ‘মেয়েরাও পারে’ এর মোড়ক উন্মোচন হয়। নারী ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে এটিই প্রথম কোনো গ্রন্থ।

    মনোয়ার আনিস খান ক্রীড়াঙ্গনে মিনু নামেই সমাদৃত। তিনি এই বইটি লেখার কারণ সম্পর্কে বলেন, ‘ক্রীড়াঙ্গনে নারীদের অবদান অনেক। ক্রিকেটে নারীদের আত্মত্যাগ রয়েছে অনেক। অনেক নারী ক্রিকেটে আসছে। আমার এই গ্রন্থে নারীদের সংগ্রাম ও ক্রিকেটের সাফল্যগুলো রয়েছে। এই গ্রন্থ আশা করি নারী ক্রিকেট উন্নয়নে ও নারীদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সক্ষম হবে।’

    জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বাংলাদেশের ক্রিকেটের নারীদের ঐতিহ্যের সম্পর্কে বলেন, ‘১৯৮৩ সালে আমরা পশ্চিমবাংলায় সফর গিয়েছিলাম। তখন ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট চলছিল ইডেনে। আমাদের স্বপ্ন ছিল ইডেনে খেলা। ইডেনে গিয়ে আমরা জেনে গর্বিত হই, আমাদের আগে নারীরা ইডেনে খেলেছেন।’

    ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মিনুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নিঃসন্দেহে এটি দারুণ উদ্যোগ। এই বইটি ইংরেজিতে অনুদিত হলে সারা বিশ্বে বাংলাদেশের নারীদের ক্রিকেট সম্পর্কে জানতে পারবে।’-মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ রকম যে কোনো উদ্যোগের সঙ্গে থাকবে। যে কোনো সহায়তা আমরা পাশে থাকব।’

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্য প্রসঙ্গে বলেন, ‘নারীরা আমাদের ক্রিকেটে প্রথম এশিয়া কাপের ট্রফি দিয়েছে। এশিয়ান গেমসেও নারীদের পদক রয়েছে। সামনে কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অর্ন্তভূক্ত থাকছে। আশা করি সেখানে আমরা পদকের জন্যই যাব।’

    মোড়ক গ্রন্থ উন্মোচনের সঞ্চালনা করেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসি। তিনি মিনুর অবদান স্পর্কে বলেন, ‘নারী ক্রিকেটে এখনো পৃষ্ঠপোষকতা কম। আগে তো আরো কম ছিল। নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেয়ার ক্ষেত্রে তিনি সব সময় সবার আগে এগিয়ে ছিলেন।’

    মিনু নিজে ক্রিকেটে খেলেছেন। পরবর্তীতে ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়েও দায়িত্বেও ছিলেন। ‘মেয়েরাও পারে’ গ্রন্থে তিনি নারী ক্রিকেটে তার পর্যবেক্ষণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। বইটির সম্পাদনা করেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।

    মিনুর গ্রন্থের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল হক, সাবের হোসেন চৌধুরী, রকিবুল হাসান, রাফিয়া আক্তার ডলি, সৈয়দ শাহেদ রেজা, শাকিল কাসেম, ওমর খালিদ রুমি, নারী ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আইভী, নারী ক্রিকেটর দলের সাবেক হেড কোচ নাজমুল আবেদীন ফাহিমসহ আরো অনেকে।

    সূত্র: ঢাকা পোষ্ট

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ