ধুনটে সভাপতির বিরুদ্ধে আ. লীগের সংবাদ সম্মেলন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    স্টাফ রিপোর্টার.

    বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান লিখিত বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঠিক ইতিহাসকে বিকৃতি করে খুনের নেপথ্য নায়ক সেনা কর্মকর্তা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত নয় এবং আওয়ামী লীগই বঙ্গবন্ধুকে হত্যা করেছে মর্মে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরন্নবী তারিক বক্তব্য উপস্থাপন করেন। এসময় তিনি ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তৃতা দেন, যাতে করে সরকার তথা দলের ভাবমুর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে।

    এছাড়াও উক্ত সভায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি সম্পর্কে অশালীন ভাষায় কটাক্ষ করে বক্তব্য দেন। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের সংগঠন ও সরকার বিরোধী বক্তব্যের প্রতিবাদসহ জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে টিআইএম নুরুন্নবী তারিকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানাচ্ছি।

    ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সংবাদ সম্মেলনে আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, রেজাউল করিম, রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চান, জয়নাল আবেদীন, শাজাহান আলী, আশরাফুল কবির বিপুল, জিএম ফিরোজ পাশা, ইমরুল কাদের সেলিম, একরামুল হক এটম, আনিছুর রহমান, শামীম ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গোলাম ওহাব, জুলফিকার আলী ভুট্টু ও মোস্তাফিজুর রহমান মন্টুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ