ধুন‌টে পু‌লিশ‌কে মারধর মামলার প্রধান আসামীসহ চার জুয়া‌ড়ি গ্রেপ্তার

আ‌বু সু‌ফিয়ান.

বগুড়ার ধুনট উপ‌জেলায় পু‌লিশকে মারধর মামলার মামলার প্রধান আসামীসহ ৪ জুয়া‌ড়িকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার রা‌তে ধুনট থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে বে‌ড়েরবাড়ী গ্রা‌মের বু‌ড়ির‌ভিটা এলাকা থে‌কে জুয়া খেলার সময় তা‌দের গ্রেপ্তার ক‌রে‌ছে।

‌গ্রেপ্তারকৃতরা হ‌লো পু‌লিশ নির্যাতন মামলার প্রধান আসামী আরিফুর ইসলাম হিটলু (৩৮), শাজাহানপুর উপ‌জেলার ফারুক হোসেন (৪১), বগুড়া সদর উপ‌জেলার জাহাঙ্গীর হোসেন (৪৭) ও নওগাঁ জেলার মান্দা থানার সোহরাব হোসেন (৪৫)।

ধুনট থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই অমিত কুমার, এসআই মোরশেদ, এএসআই রতন কুমার, এএসআই আব্দুল আজিজ, এএসআই ফজলু ও একদল পু‌লিশ সদস্য অ‌ভিযান‌টি পরিচালনা ক‌রেন।

অ‌ভিযানকা‌লে ঘটনাস্থল থে‌কে পু‌লিশ জুয়া খেলার বি‌ভিন্ন সরঞ্জাম, বাংলা মদ, ইয়াবা এবং নগদ ২৪হাজার টাকা জব্দ ক‌রে‌ছে।

ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে ব‌লেন তা‌দের দু‌টি মামলায় গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। শুক্রবার থানা থে‌কে তা‌দের বগুড়ার বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ