ধুনটে একতা এন্টারপ্রাইজের যাত্রা শুরু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুন‌ট বাজা‌রে যাত্রা শুরু করে‌ছে মোটরসাই‌কেল ক্রয়-‌বিক্রয়ের প্র‌তিষ্ঠান মেসার্স একতা এন্টারপ্রাইজ। শুক্রবার সকাল ১০ টায় ধুনট বাজারের সোনামুখী রোডে দোয়া ও মিলাদ মাহ‌ফি‌লের মধ্যদি‌য়ে আনুষ্ঠা‌নিক ভা‌বে যাত্রা শুরু ক‌রে‌ছে প্র‌তিষ্ঠান‌টি।


একতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাসিন হোসেন ধুনট বার্তা‌কে বলেন, সাধ ও সা‌ধ্যের ম‌ধ্যে মোটরসাই‌কেল খোঁ‌জেন ক্রেতারা। আবার অ‌নে‌কে মোটরসাই‌কেল প‌রিবর্তন কর‌তে গি‌য়ে ব্যবহৃত মোটরসাই‌কেল বি‌ক্রির কথা ভা‌বেন। ক্রেতা ও বি‌ক্রেতা‌দের এই চা‌হিদা পুর‌নোর জন্যই একতা এন্টারপ্রাইজ যাত্রা শুরু কর‌লো। এখা‌নে চা‌হিদা অনুযায়ী মোটরসাইকেল পা‌বেন ক্রেতারা।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ