Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু সুফিয়ান.
ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত বগুড়ার ধুনট উপজেলার ২১জন চিকিৎসার জন্য পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের অনুদানের ৫০হাজার করে টাকা। এছাড়া নদী ভাঙনের শিকার ২০টি পরিবারকে ৫হাজার টাকা করে ও ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
সোমবার সকালে ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান আদিবাসী ২০জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল হস্তান্তর করেন।
