ধুনটে বীজ-সার ও টাকা পে‌লেন কৃষক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু সু‌ফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলায় খরিপ ২০২১-২০২২ মৌসুমে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্র্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী জাতের পাটবীজ উৎপাদনের লক্ষ্যে ১১০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে পেঁয়াজ চাষের জন্য ১কেজি বীজ, ২০কেজি ডিএপি ও ২০কেজি করে এমওপি সার পেয়েছেন ৩০জন কৃষক এবং পাটবীজ উৎপাদনের জন্য ৮০জন কৃষক পেয়েছেন হাফ কেজি করে বীজ, ১০কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার।

মঙ্গলবার সকালে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বীজ সার বিতরণের উদ্বোধন করেন বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এরআগে বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম।

উল্লেখ্য, বীজ-সার ছাড়াও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ২হাজার ৮০০টাকা এবং নাবী পাটবীজ উৎপাদনের জন্য ২হাজার ৬৩০টাকা করে প্রত্যেক কৃষককে নিজ নিজ ব্যাংক হিসাব নাম্বারের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ