নারায়ণগঞ্জ থেকে সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক.

নারায়ণগঞ্জ থেকে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জেএমবি সদস্যরা হলো- মো. কাইয়ুম হাওলাদার (৩২) ও মো সেলিম (৩২)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, বুধবার সকালে উপজেলার রূপসী স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছে ৭টি ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জঙ্গিবাদী বই পাওয়া গেছে। তারা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।
গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় অভিযান চালিয়ে ‘সারোয়ার-তামিম’ গ্রুপের ৮ সদস্যকে আটক করে র‌্যাব।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ