আব্দুল হামিদ.
শিক্ষার উন্নয়ন, এমপিও ও জাতীয়করণের দাবীতে বগুড়ার ধুনট উপজেলা কারিগরি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধুনট মুজিব চত্বর এলাকায় উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কারিগরি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এসএএম সিরাজুল ইসলাম আলম। ধুনট উপজেলা কারিগরি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস সালাম, সুপার জুবায়ের আহম্মেদ, আ ফ ম নুরুল আমীন ও প্রভাষক জাহিদুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ধুনট উপজেলা কারিগরি শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুয়ারা আকতার, দপ্তর সম্পাদক ইয়াছিন আলী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান, আইসিটি সম্পাদক ইনজাল হোসেন, সদস্য মোশারফ হোসেন, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, শাহীন রেজা ও তোমালিকা প্রমুখ।