তারিকুল ইসলাম.
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। দলের শৃঙ্খলা ভঙ্গ করে এমন ব্যক্তিদের হাতে জননেত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেবেন না।
তিনি আরও বলেন, এলাঙ্গীতে এমএ তারেক হেলাল বাতাসে গুজব ছড়িয়ে বেপরোয়া বেসামাল হয়ে আওয়ামী লীগের জেলা ও উপজেলার সিনিয়র নেতাদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দেয়, যা সমীচিন নয়। আর এজন্যই এলাঙ্গী ইউনিয়নে অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগের নিয়মের রাজনীতি চালু হবে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা সুমন সরকারের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এরআগে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা ইকবাল হোসেন রিপন, নৌকার মনোনয়ন প্রত্যাশী এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মাহমুদ, শিপন মাহমুদ, এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক আমিনুর রহমান, যুবলীগ নেতা শাহীন আলম, মজনু মিয়া, স্থানীয় সমাজসেবক কামাল হোসেন, কফিল উদ্দিন, নজরুল ইসলাম, তোতা সরকার, বাদশা সরকার, বিলু, মিষ্টার ও গৃহবধু আলেয়া খাতুন।