আবু সুফিয়ান.
‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে সিপিপি’র ৫০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, সহকারি কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর-নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নূর মোহাম্মদ, উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা শামছুল আলম, টিম লিডার হামিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি, ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আজাহার আলী পাইকাড় প্রমুখ।