আবু সুফিয়ান.
বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। এ সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করে নানা ধর্মের, নানা বর্ণের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আমাদের সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির ও সরকারপাড়া পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
এসময় জেলা প্রশাসক সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট দুর্গা পূজার খোঁজ খবর নেন। এছাড়া তিনি সনাতন ধর্মের দুঃস্থ নারীদের মাঝে শাড়ি ও চাল বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক পত্নী শামিমা আকতার, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ইউএনও পত্নী সুমি চৌধুরী, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, বগুড়ার বিশিষ্ট সমাজসেবিকা কোহিনুর মোহন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার এবং পূজা মন্দির কমিটির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।