ধুনটে পূজা মন্ডপ পরিদর্শনে মজিবর রহমান মজনু

র‌নি চক্রবর্তী.

বগুড়ার ধুনট উপজেলা ও পৌর এলাকার শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় তিনি মন্দির কমিটির সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ধুনট সরকারপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সরকারপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পার্থ কুমার সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা রবিউল আউয়াল, আরিফুল ইসলাম, আলেপ বাদশা, শাহ আলম তালুকদার, তোজাম্মেল হক, সাইফুল ইসলাম মুঞ্জু, মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সরকার পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক আনন্দ কুমার সরকার প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ