আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট উপজেলায় হালকায়ে জিকিরের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে (৩৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে হরলিক্স (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হরলিক্স (৪৫) উপজেলার জোড়শিমুল গ্রামের তবু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে তাঁকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ চেষ্টার শিকার ওই গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। অভিযুক্ত হরলিক্স ওই গৃহবধূর স্বামীর প্রতিবেশী ভাগিনা। সেই সুবাদে ওই গৃহবধূকে দেয়ার জন্য তাঁর স্বামী হরলিক্সের মোবাইলে টাকা পাঠায়।
প্রায় দুই বছর আগে হরলিক্স ওই গৃহবধূর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে ৮০ হাজার টাকা ফেরৎ দেয়। অবশিষ্ঠ টাকা ফেরৎ দিতে তালবাহানা শুরু করে। গৃহবধূর টাকার জন্য চাপ দিলে তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয় হরলিক্স।
এ অবস্থায় রোববার রাতে প্রতিবেশীর বাড়িতে হালকায়ের জিকির অনুষ্ঠানে যায় ওই গৃহবধূ। এসময় হরলিক্স ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ পেচিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায়। হরলিক্স তাঁর নিজ ঘরে নিয়ে গিয়ে গৃহবধূকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে।
গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে। এঘটনায় সোমবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে হরলিক্সকে আসামী করে থানায় মামলা করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি জোড়শিমুল গ্রাম থেকে হরলিক্সকে আটক করে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে হরলিক্স নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হরলিক্স ঘটনার সত্যতা স্বীকার করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।