‌চৌ‌কিবাড়ী ইউ‌পি চেয়ারম্যা‌ন ভুট্টু’র জন্য দোয়া মাহ‌ফিল‌


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হা‌মিদ.

ধুনট উপ‌জেলার চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার আলী ভুট্টুর জন্য দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়ে‌ছে। মঙ্গলবার বাদ আছর উপ‌জেলার ভুবনগাঁতী বাজা‌র মস‌জি‌দে উক্ত দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌বে।

আসন্ন চৌ‌কিবাড়ী ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন প্রত্যাশা কর‌ছেন বর্তমান চেয়ারম্যান জুল‌ফিকার আলী ভুট্টু। তি‌নি আওয়ামী লী‌গের দলীয় ম‌নোনয়ন সংগ্রহ এবং জমা দি‌য়ে‌ছেন। এবা‌রের নির্বাচ‌নে দলীয় ম‌নোনয়ন কামনা ক‌রে উক্ত দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

দোয়া মাহ‌ফি‌লে ধুনট উপ‌জেলা যুবলীগের সাংগঠ‌নিক সম্পাদক রেজাউল ক‌রিম, ধুনট উপ‌জেলা সেচ্ছা‌সেবকলীগের সা‌বেক যুগ্ন সম্পাদক শা‌হিন আলম, চৌ‌কিবা‌ড়ি ইউ‌নিয়ন আওয়ামী লীগের সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক লে‌লিন রেজা, ইউ‌নিয়ন যুবলীগের সা‌বেক সভাপ‌তি এবারত আলী, ও যুবলী‌গ নেতা আব্দুর র‌হিম, এনামুল হক, ইঞ্জি‌নিয়ার মো: আরিফ হো‌সেন, রিদয়, সবুজ তালুকদার, মজনু, হেলাল, হ‌বিবুর রহমান, ইমরান, আ‌শিক, শিপন, রা‌কিব শেখ, সজীব, সান‌জিত, কাওছার আ‌হেম্মদ, রা‌সেল, আ‌তিক ও তোব‌জেল সহ মুসুল্লীরা উপ‌স্থিত ছি‌লেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ