ফজলে রাব্বী মানু.
বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে বহমান যমুনা নদীতে নৌকা থেকে পড়ে কাউছার আলী (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে যমুনা নদীর কৈয়াগাড়ি-বরইতলী ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ কাউছার আলী উপজেলার কৈয়াগাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন, যমুনা নদীর কৈয়াগাড়ি-বরইতলী ঘাটে নৌকা বাধা রয়েছে। শুক্রবার দুপুরের দিকে গ্রামের কিছু শিশুদের সাথে কাইছার আলী ঘাটে বাধা নৌকার উপর ওঠে খেলা করছিল। এ সময় অসাবধারনতা বসত কাউছার আলী যমুনা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ সামসুল আলম ধুনট বার্তাকে বলেন, সংবাদ পেয়ে সন্ধ্যার দিকে যমুনা নদীর ঘাটে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া রাজশাহী থেকে ডুবুরি দলের সদস্যদের ঘটনাস্থলে আসার জন্য বলা হয়েছে। ডুবুলি দলের সদস্যরা আসলে উদ্ধার তৎপরতা চালানো হবে।