ফজলে রাব্বী মানু.
বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে স্বাধীনতা বিরোধী শক্তি সুযোগ নিচ্ছে। ধর্মভীরু মানুষকে উষ্কে দিয়ে মানুষের জান মালের ক্ষতি সাধন করছে। এদের ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে সচেতন থাকতে হবে।
শনিবার বিকেলে বগুড়ার ধুনটের মুজিব চত্বরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। বগুড়া জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করেন।
এসময় এমপি হাবিবর রহমান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ। নানা ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছেন বাংলাদেশ। এ দেশ সকলের। সকল ধর্মের মানুষ এখানে স্বাধীন ভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখনে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফরেদৌস আলম, সবুজ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা ও ক্বারী আবু সুফিয়ান।